Life Hacksভালোবাসা

কিছু হাস্যকর কষ্টের কথা with my Girlfriend. Comedy

কিছু হাস্যকর কষ্টের কথা with my Girlfriend.

Girlfriend Pera!

 পনি যতই চেষ্টা করেন না কেন ভাই। গার্লফ্রেন্ড এর মুখ থেকে ভাই ডাক আপনাকে শুনতেই হবে। এই ভাই ডাক নিয়ে খুব অসুবিধায় আছি ভাই। ডানে গেলে বলে বামে আসো ভাই, আর বামে গেলে বলে ডানে আসো ভাই। সামনে গেলে বলে পিছনে আসো ভাই আর পিছনে গেলে বলে সামনে আসো ভাই। ফোন দিয়া বলে খাইসো ভাই, গোসল করছো ভাই, কি করছো ভাই, কেমন আছো ভাই, কোন কালার টি-শার্ট পড়ছো ভাই, কি রে ভাই কথা বলো না কেন ভাই। ও ভাই…ভাই…ও ভাই কথা বলো না কেন ভাই কি হইছে তোমার ভাই? এদিকে গার্লফ্রেন্ডের মুখে ভাই ডাক শুনতে শুনতে নিজেরে “ডন ভাই ডন ভাই” ভাবা শুরু করে দিছি। দেখি সামনের দিনগুলোতে হয় তো এই ভাই নামক গার্লফ্রেন্ডগুলারে খুন করবো। 
 “ধন্যবাদ আবার আসবেন”🤪
 
 
(No matter how hard you try, brother. You must hear the call of brother from the mouth of the girlfriend. I am in a lot of trouble with this brother’s call. Come to the left, brother, and go to the right, brother. If you go forward, come back, brother. Call me, brother, take a bath, brother, what are you doing, brother, how are you, brother, what color T-shirt are you wearing, brother, why don’t you talk, brother. O brother … O brother … O brother, why don’t you talk, brother, what happened to your brother? Meanwhile, when I heard my brother calling me in the face of my girlfriend, I started thinking to myself “Don brother Don brother”. I see that in the coming days I will kill this brother named girlfriend.

 “Thank you for coming again” 🤪)

Related Articles

Back to top button