ভালোবাসা

আমার বাবার সাথে ঘটা একটি সত্য ঘটনা | A true story that happened to my father.

আমার বাবার সাথে ঘটা একটি সত্য ঘটনা


মার বাবার সাথে ঘটা একটি সত্য ঘটনা। প্রথমে বলে রাখি আমার বাবা পেশায় একজন গাড়ি চালক।আমাদের একটি মালবাহী গাড়ি আছে ওটাই চলান।

 বাবা খুব সাহসী প্রকৃতির লোক সহজে কোনো কিছুকে ভয় পান না।আর বাবা খুব হাসি খুশি মানুষ।সবার সাথে রসিকতা করতে ভালোবাসেন। 

এবার আসি মূল ঘটনাতে।  ২০২০সালে  মার্চ মাসের প্রথম দিকের কথা বাবা রোজকার মত সেদিনও (আমার তারিখটা মনে নেই) ভাড়া নিয়ে যান ইসলামপুর।সেদিন বাবার যেতে একটু দেরি হয়।তো যাইহোক বাবা রওনা হলেন ইসলামপুর। তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল।তখন গাড়ি থেকে মাল খালি হচ্ছে তো বাবা ভাবলেন পাশের চায়ের দোকানে বসে চা খাওয়া যাক(বাবার আর কোনো কিছুর নেশা না থাকলেও চা ও সিগারেটের খুব নেশা)। সেইসময় চায়ের দোকানে বাবার পরিচিত দুজন ভদ্রলোকের সাথে দেখা হয়। তখন ওনারা বাবাকে বললেন ‘আরে দিলীপদা ভালোই হল আপনার সাথে দেখা হয়ে চলুন এক সাথে চা খাওয়া যাক।’ বাবাও তখন রাজী হলেন। এবার তিনজনে বসে চা খেতে খেতে গল্প করছে।তখন দুজন কাকুর মধ্যে একজন কাকু বাবাকে বললেন ‘সন্ধ্যা হতে চলল কখন বের হবেন’।বাবা তখন সিগারেট খেতে খেতে বলল ‘এইতো এক্ষুনি বাইপাস হয়ে যাব বেশি সময় লাগবে না।’ওনারা অবাক হয়ে বাবাকে বললেন ‘বাইপাস বলতে দিয়াগঞ্জ হয়ে যাবেন’।বাবা বলল ‘হ্যাঁ কেন?’ওনারা আর কিছু না বলে শুধু এইটুকু বললেন যে ‘না কিছু ওইদিকটা ঘোর অন্ধকার তো তাই ।আপনি একটা কাজ করবেন এই দুটো সিগারেট নিয়ে যান দিয়াগঞ্জে ঢোকার পথে ধরিয়ে হাতে রাখবেন আর গাড়ির কাঁচ উঠিয়ে যাবেন। ‘বাবা জিজ্ঞেস করলেন ‘কেন?’ওনারা আর উত্তর না দিয়ে বললেন ‘যান যান বেরিয়ে যান এতটা পথ যাবেন’।তো বাবা আর কথা না বাড়িয়ে রওনা হলেন। দিয়াগঞ্জে ঢোকার সময় ওনাদের কথা মতো গাড়ির কাঁচ তুললেন আর সিগারেটটা ধরিয়ে হাতে নিলেন।(জায়গাটার একটু বিবরণ-দুইধারে ধুধু মাঠ আর মাঝখানে রাস্তা। রাস্তার অনেক দুরে দুরে একটা করে ল্যাম্প পোস্ট)তো কিছুটা যেতেই বাবা দেখলো একজন মহিলা সাদা শাড়ি পরে অন্ধকারে দাড়িয়ে বাবার কাছে লিফ্ট চাচ্ছে। তো বাবার সন্দেহ হাওয়ায় বাবা গাড়ি না থামিয়ে জোরে চলাতে লাগল।গাড়ির লুকিং গ্লাসে দেখছেন সেই মহিলা বাবার গাড়ির পেছন পেছন দৌড়চ্ছেন। তখন বাবার একটু ভয় হতে লাগল। তারপরও বাবা গাড়ি চালানো থামাননি। কিছুক্ষন পর দেখেন ল্যাম্প পোস্টের সামনে আসতেই সেই মহিলা অদৃশ্য আবার ল্যাম্প পোস্ট পার হতেই গাড়ির পেছন পেছন দৌড়চ্ছেন। অনেকটা সময় এই ভাবে যেতে যেতে যখন শহরের রাস্তায় এলেন তখন আর  সেই মহিলাকে দেখা যায় নি।তারপর বাবা ভয় কাটানোর জন্য আমাকে ফোন করে ইয়ার্কি করতে লাগলেন। তখন আমার সন্দেহ হয় যে বাবা তো গাড়ি চালাতে চালাতে এতক্ষণ ধরে ফোনে কথা বলা পছন্দ করেন  না আজ কি হল যে এত কথা বলছে। আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম ‘তোমার কি হয়েছে বাবা তুমি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছো ইয়ার্কি করছো?’বাবা বলল ‘কিছু না ফোন রাখি বাড়ি গিয়ে সব বলব।’তারপর বাবা বাড়ি আসে। এসে বাইরের বারান্দায় সব জামা কাপড় ছেড়ে মাকে বলল ধুয়ে দিতে। মা বলল ‘তুমি তো আজই ধোয়া জামা কাপড় পরে গেলে কেন ধোবো এইসব ‘?বাবা কিছু না বলে শুধু এইটুকু বলল যে রাস্তায় বাজে কিছু দেখেছে।আমি তো বাবাকে চেপে ধরলাম কি দেখেছে শুনবো। কিন্তু বাবা তো আমায় কিছু বলবেন না  কারন আমি খুব ভীতু ভয় পেয়ে যাব তাই। তারপর যাইহোক কাউকে বাবা কিছু বলল না।শেষ পর্যন্ত আর ভয় চেপে রাখতে না পেরে আমার ছোটমাকে সব বললেন তারপর আমরা ছোটমার কাছে সবটা শুনলাম। 

_দিপাঞ্জলী সরকার     



A true story that happened to my father


  A true story that happened to my father. First of all, let me say that my father is a driver by profession. We have a freight car and he drives it.

 Dad is a very brave person, he is not afraid of anything easily. And Dad is a very happy person. He loves to joke with everyone.

Now let’s come to the main event. Talking about the beginning of March in the year 2020, my father took the rent to Islampur on the same day (I don’t remember the date). It was a little late for my father to go to Islampur that day. Anyway, my father left for Islampur. When I arrived, it was almost afternoon. When the goods were being emptied from the car, my father thought, let’s sit in the tea shop next door and have tea (although my father is not addicted to anything else, he is very addicted to tea and cigarettes). At that time I met two gentlemen known to my father in the tea shop. Then they said to the father, ‘Hey Dilipada, it’s good to meet you, let’s have tea together.’ Dad also agreed then. This time the three of them were sitting and talking over tea. Then one of the two uncles said to Baba, ‘It’s going to be evening, when will you go out?’ Bypass means you will go to Diaganj ‘. Dad said’ Yes, why? ‘They didn’t say anything else, they just said,’ No, it’s too dark there. You will do something. Get up. Dad asked, “Why not?” They didn’t answer and said, “Go, go, go, you will go so far.” So Dad left without further ado. On entering Diaganj, he picked up the car window and grabbed the cigarette as they told him. (A little description of the place – Dhudhu field on both sides and the road in the middle. Wanting a lift. So the father’s suspicion in the air, the father did not stop the car began to drive loudly. Looking in the car’s looking glass, the woman was running behind the father’s car. Then the father became a little scared. Even then my father did not stop driving. After a while he saw the woman disappearing as soon as he came in front of the lamp post and running behind the car as soon as he crossed the lamp post again. The woman was never seen again when she came to the city streets in this way for a long time. Then my father started calling me to make jokes to scare me. Then I suspected that my father did not like to talk on the phone for so long while driving. What happened today is that he is talking so much. I then asked my father, “What happened to you, father? You’ve been talking to me for so long. Are you joking?”

 He came and left all the clothes on the verandah and told his mother to wash them. My mother said, “If you go after washing clothes today, why should I wash these?” Dad didn’t say anything, he just said that he saw something bad in the street. But Dad won’t tell me anything because I’m so scared. After that, however, my father did not say anything to anyone. He could not control his fear till the end and told everything to my younger sister. Then we heard everything from my younger sister.

Related Articles

Back to top button