ভালোবাসা

যখন আমরা মেয়েরা খুব অসহায় হয়ে যাই | When we girls become very helpless.

যখন আমরা মেয়েরা খুব অসহায় হয়ে যাই  


রিবারের কারণে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম,শুনেছি সে নাকি নিকোটিনের ধোয়ায় রোজ আমাকে উড়ায়।

ঘেন্না করে আমায় থু দেয়,চিৎকার করে আমায় বেইমান বলে ডাকে।
পরিবার যে মানুষটার হাতে আমায় তুলে দিয়েছিলো তার সাথে আমার সংসার হয়েছে ঠিকই তবে ভালোবাসাটা হয়ে ওঠেনি।আমাদের সাংসারিক কথা হয়,একই ছাদের নিচে নিয়ম করে পাশা পাশি বালিশে রাত কাটানো হয়,আমাদের ঘরেও আলো জ্বলে তবে তা প্রণয়ের নয় প্রয়োজনের।ঠিক যেন পাশাপাশি দুটো কবর।
আমাদের মাসের পর মাস চলে যায় তবু কে কেমন আছি জানা হয় না।আমাদের এক সাথে আকাশ দেখা হয় না,আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে এক সাথে হাঁটা হয় না,বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের কাপে ফুঁ দিতে দিতে আড্ডা জমে না কিংবা ফেলে আসা স্মৃতিচারণ করে কেউ কারো কাঁধে মাথা রাখা হয় না।
প্রচন্ড মন খারাপে মুখ লুকিয়ে কাঁদার জন্য আমার কোন বুক জোটে না।তীব্র মাথা ব্যথায় কপালে কেউ হাত রাখে না। হাতের বদলে জোটে দু’একটা প্যারাসিটামল।
তবে সম্পর্কের বৈধ সার্টিফিকেট দেখিয়ে মর্গের লাশের মতো রোজ রাতেই যৌনতার ছুরি দিয়ে মানুষটা
আমাকে খচখচ করে কাটে,রক্ত পান করে, তৃষ্ণা মিটে গেলে ধাক্কা দিয়ে ফেলে রাখে একপাশে।আমার তখন নিজেকে ঘেন্না লাগে।
আমি কাঁদি তবে সে কান্নার কোন শব্দ হয় না।বোবা সে কান্না চোখের কার্নিশে ঝাঁপ দিয়ে
অন্ধকারেই সুইসাইড করে।যার খবর হয়তো কোনদিন কেউ জানবে না।
হৃদপিন্ড উগরে বমির মতো যে দীর্ঘশ্বাস বেড়িয়ে আসতে চায় তা নিমিষেই গলাটিপে মেরে ফেলি।
অতঃপর নিজেকে সেলাই করে পরিপাটি হই।
যেন কিছুই হয় নি,কিচ্ছু না!
রোজকার মতো বত্রিশটা দাঁত বের করে হাসিমুখে দাঁড়াই সবার সামনে।
কি ভীষণ হাসি খুশি আমি!এ যেন এক অন্যরকম আমি!ভেতরটা অগোছালো অথচ বাইরে কি পরিপাটি!
দামী শাড়ী,বড় বাড়ী,ভারী গহনা!
কতো সুখী আমি!পরিবারও কত খুশি!
সুখী হতে আর কি লাগে!
অথচ এই দামী শাড়ী,বড় বাড়ী আর ভারী গহনার ভারে যে আমার দম বন্ধ হয়ে আসে তা কেউ দেখতেই পায় না।নিজের ইচ্ছের বিরুদ্ধে যে চিতায় আমায় রোজ পোড়ানো হয় তার গন্ধ হয়তো কোনদিন কারো নাক পর্যন্ত পৌঁছায় না।এমনকি আমার বিধাতারও না।
কারণ হৃদয় পোড়ার গন্ধ যদি কেউ বুঝতে পারতো তবে যোগ্যতার মাপকাঠিতে ভালোবাসা পরিমাপ হতো না।
তবুও আমি নারী।আমি সব পারি।আমাকে পারতে হয়। এই কথাটা মগজে ধারণ করে মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই হয়তো কেটে যাবে অনুভূতিহীন বাকিটা জীবন।কারণ পরিবার আর সমাজের কারণে যুগে যুগে বহু প্রেমিকা অন্যের স্ত্রী হলেও কোন স্ত্রী কখনো অন্যের প্রেমিকা হতে পারেনি।আমিও পারবো না।
কেবলমাত্র পরিবার আর সমাজের কারণেই অঞ্জনদত্তের বেলাবোসের মতো হাজারো বেলাবোস নিজেকে বিসর্জন দিয়েও আজীবন বেইমান উপাধি নিয়েই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে।অঞ্জনদত্তরা হয়তো সে কথা ঘুনাক্ষরেও জানতে পারে না।
যে মানুষটা নিকোটিনের ধোয়ায় রোজ আমাকে উড়ায় সেও হয়তো এ লাশের খবর কোনদিন জানবে না।কোনদিন না!

_প্রজ্ঞা অনূসুয়া🖋️



When we girls become very helpless


The man I left because of my family, I heard he blows me every day with nicotine. He hates me, spits on me, and calls me dishonest. I had a family with the man who handed me over to me, but the love did not happen. We talk about the world, we spend the night under the same roof, we sleep side by side on the pillow, our house also lights up, but it is not necessary to make love. . We go from month to month, but we do not know who we are. We do not see the sky together, we do not walk together by touching our fingers, we do not hang out while blowing on a cup of tea on a rainy evening or reminiscing on someone’s shoulder. The head is not kept. I don’t have any chest to hide my face in a very bad mood. No one puts a hand on my forehead due to severe headache. A handful of paracetamol instead of hands. But the man with the sex knife every night like a morgue corpse showing a valid relationship certificate. He bites me, drinks my blood, pushes me aside when my thirst is quenched. I feel disgusted then. I cry but there is no sound of crying. Boba jumps into the cornice of her crying eyes Suicide in the dark. Whose news no one will ever know. I swallowed the sigh that wanted to come out like vomiting in the heart. Then I sew myself clean. As if nothing happened, nothing! Thirty-two teeth came out as usual and stood in front of everyone smiling. What a happy smile I am! It’s like I’m a different person! The inside is untidy but the outside is tidy! Expensive sari, big house, heavy jewelry! How happy I am! How happy the family is! What else does it take to be happy? But no one can see that my breath is stopped by the weight of this expensive sari, big house and heavy jewelery. The smell of the cheetah that burns me every day against my will may never reach anyone’s nose. Because if one could understand the smell of burning heart, love would not be measured by the criteria of merit. Yet I am a woman. I can do everything. I have to be able to. If you accept this word in your mind and accept it and accept it, the rest of your life will be cut short. Because of family and society, many lovers have been the wives of others in the ages, but no wife has ever been the lover of others. Thousands of Belabors, like Anjan Dutt’s Belabos, have sacrificed themselves only for the sake of family and society, but still live with the title of dishonest. Anjan Dutt may not even know that.

The man who blows me every day with nicotine smoke may never know the news of this corpse. Never!

Related Articles

Back to top button