অ্যাপসটিউটোরিয়ালরিভিউ

মোবাইল দিয়ে গান থেকে মিউজিক আলাদা করার সহজ উপায় | How to?

গান থেকে মিউজিক আলাদা করার সহজ উপায়-

গান থেকে যদি ভয়েজটা আলাদা করে মিউজিকটাকে নেওয়া যায় তাও আবার আপনার হাতে থাকা Android Mobile দিয়ে তাহলে কেমন হয়।

তো চলুন আজ শিখে নেই কিভাবে গানের থেকে মিউজিকটাকে আলাদা করতে হয়,


সূচিপত্রঃ

অ্যাপসটি বিষয় কিছু কথাঃ

আমরা এই কাজটি করবো Backtrackit নামক আপ্সের মাধ্যমে, এপ্সটিplaystore পাবেন,  কিন্তু সেইটা দিয়ে কয়েক সেকেন্ডের বেশি মিউজিক নিতে পারবেন না। তবে সম্পূর্ণ গানের থেকে কিভাবে মিউজিকটা আলাদা করে নিবেন সেটা জানতে মনযোগ সহকারে পোস্টটি সম্পূর্ণ পড়ুন 

 

কিভাবে কাজ করবেনঃ

প্রথমে আমাদের Apps টি Open করে নিতে হবে এরপর “NEXT” ক্লিক করার পর আপনার কাছে জানতে চাইবে আপনি কোন ধরনের Instrument –টা বেশি প্রয়োজন বলে মনে করেনসেইটাতে টিক মার্ক দিয়ে “Finish” – ক্লিক করবেন এরপর আবার আপনার কাছে “Data Privacy Policy” জন্য অনুমতি চাইবে তাই অবশ্যই “I agree” –তে টিক মার্ক দিয়ে “Finish” – ক্লিক করবেন

 


এরপর Apps টি Open হওয়ার পর “LIBRARY” –তে ক্লিক করবেন এরপর আপনি আপনার ফোনের থাকা Gallery থেকে আপনার পছন্দের গানটি বেছে নিন এরপর গানটি শুনতে পারবেন আপনি এই Apps –টি দিয়ে চাইলে Music Player হিসেবে বব্যহার করতে পারেন

 


তো এরপর আপনি গানের থেকে Voice টা আলাদা করার জন্য নিচের Icon  ক্লিক করে Mute করে দিন এখন আপনি চাইলে Voice ছাড়া শুধু Music টা শুনে নিতে পারেন

এখন আপনার Galley তে Save করার জন্য “Save” – ক্লিক করুন এরপর আপনি চাইলে File –টা Rename করতে পারেন Rename করার পর “OK” –তে ক্লিক করুন এখন কোথায় Save হয়েছে সেইটা নিচে লিখায় দেখা যাচ্ছে তারপরেও আমি বরে দিচ্ছি আপনার ফোনের Galley –তে “Music” নামের একটি Folder আছে সেইখানেই Voice ছাড়া সম্পূর্ণ Music টা Save হয়েছে। এই যে দাড়ান এখনিই যাবেন না আমি তো আগেই বলেছি…

 


অ্যাপসটি কোথায় পাবেনঃ

Playstore থাকা Apps –টি দিয়ে সম্পূর্ণ গানটা Save হবে না কারণ Playstore যেইটা আছে সেইটা ফ্রি Apps. কিন্তু আপনার প্রয়োজন হবে Premium Apps তবে Primium Apps –টি ফ্রি তে পাওয়ার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  এরপর ডাউনলোড বাটন ওপেন হবে তখন ডাউনলোড বাটনে ক্লিক করে Primium অ্যাপসটি ডাউনলোড করে নিন ফ্রি তে।


সমস্যার সমাধানঃ

Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন।

তো আজ এই পর্যন্তই কথা হবে আবারও কোন এক টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।  আর অবশ্যই মাস্ক ব্যবহার করুন। 

Related Articles

Back to top button