নতুন নতুন বাংলা রোমান্টিক এসএমএস প্রিয় মানুসের জন্য।
নতুন নতুন বাংলা রোমান্টিক এসএমএস প্রিয় মানুসের জন্য।
যতন করে রাখবো তোমায়, আমার মনের ঘরে
জীবন আমার দিয়ে দিবো, তোমার পাবার তর,
তুমি যদি ভালোবাসো…, আমায় একটু করে
এক পৃথিবী প্রেম দিবো, সারাজীবন ধরে।
(Joton kore rakhbo tomay, Amar moner ghore
Jibon amar deye dibo, Tomar bapar tore
Tumi jodi Valobasho…, Amay aktu kore
Ek prithibi prem dibo, Sarajibon dhore)
খুজিনি কারো মন, তোমার মন পাবো বলে
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে,
হাটিনি কারো সাথে, তোমার সাথে হাটবো বলে
কাউকে বাসিনি ভালো, শুধু তোমায় ভালবাসি বলে।
(Khujini karo mon, Tomar mon pabo bole
Dhorine karo hat, Tomar hat dhorbo bole
Hatine karo sathe, Tomar sathe hatbo bole
Kaw k bashine valo, Shudhu tomay Valobashi bole)
তোমায় ছাড়া পৃথিবীটা, শূন্য মনে হয়
তোমায় ছাড়া একা থাকতে, আমার অনেক কষ্ট হয়
তোমায় ছাড়া সারাক্ষণ, কাঁদে আমার মন
তোমায় নিয়ে বাঁচতে চাই, সারাটি জীবন।
(Tomay cara prithibita, Shunno mone hoi,
Tomay cara aka thakte, Amar kosto hoi
Tomay cara sarakkhon, Kade amar mon
Tomay niye bachte chai, Sarati jebon)