ভালোবাসা

আমার বউয়ের ডেলিভারির সময় | My wife’s delivery time…..

আমার বউয়ের ডেলিভারির সময়

 

মার বউয়ের ডেলিভারির সময় আমি একটা নার্সের সাথে কথা বলছিলাম, সাধারণ জিনিসগুলা জানার জন্যে।

যেহেতু প্রথম বউ, প্রথম বাচ্চা আমার অভিজ্ঞতা ছিলো শূন্য। স্বাভাবিকভাবেই জানতে চাইবো।
আমার বউকে OT থেকে বের করার পর জিজ্ঞাসা করলাম, “কেমন লাগছে এখন?” বউ তার উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো নার্সটার সাথে কি কি গল্প করছো? পছন্দ হইছে? আগামি ৪০ দিনের জন্যে ম্যানেজ করতেছো নাকি!
আমি ভাই সেইদিন বুঝছিলাম, 

মাইয়ারা কবরে গেলেও জামাইয়ের সাথে কাউরে সহ্য করতে পারেনা। অপারেশনের পেইন ভুইলা যাইতে পারে তবে অন্য মেয়েদের সাথে কথা বলার পেইন ভুলতে পারেনা।

 

{I was talking to a nurse during my wife’s delivery, to find out the general things. Since first wife, first child my experience was zero. I would like to know naturally.
After getting my wife out of the OT I asked, “How are you feeling now?” The wife did not answer and asked, “What are you talking about with the nurse?” Like? Are you managing for the next 40 days?
My brother understood that day that even if Girl went to the grave, Someone could not stand with her son-in-law. The pain of the operation may go away, but the pain of talking to other girls cannot be forgotten.}

Related Articles

Back to top button