Life Hacksভালোবাসা

একটি অসাধারণ সাংসারিক ভালোবাসার গল্প | An extraordinary worldly love story

 একটি অসাধারণ সাংসারিক ভালোবাসার গল্প

রাগ করে বাবার বাড়িতে চলে গেছে স্ত্রী। অসহায় স্বামী স্ত্রীর কাছে ফোন দিয়ে অনুনয় বিনয় করছে। এক পর্যায়ে স্ত্রী নরম স্বরে বলছে..
স্ত্রীঃ আচ্ছা টেবিলে গ্লাস আছে না, ঐটা হাতে নাও তো।
– নিলাম।
– এবার হাত থেকে ফেলে দাও।
– ফেলে দিলাম।
– এবার দেখ গ্লাসটা ভেঙে গেছে। তুমি চাইলেও ঐ টুকরো টুকরো গ্লাস খন্ডগুলো আর জোড়া লাগাতে পারবে না। লাগাতে পারলেও সেটা আর আগের মত হবে না।
ঠিক তেমনই মন ও বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগানো যায় না, কোন ভাবে লাগানো গেলেও তা আর আগের মত হয় না।
স্বামীঃ গ্লাসটা তো ভাঙ্গেনি, কারণ সেটা স্টিলের ছিল!
স্ত্রীঃ হায়রে কপাল আমার…! তুমি আর শোধরাবে না! বুঝেছি এই পাগলটাকে নিয়েই আমাকে সারা জীবন চলতে হবে!
আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও।
💞এটাই প্রকৃত ভালোবাসা কিন্তু এটাই বড় অভাব।
 
(The wife went to her father’s house in anger. The helpless husband is begging his wife by phone. At one point the wife is speaking softly ..
Wife: Well, there is no glass on the table, take it in your hand.
– Auction.
– Now throw it away.
– I threw it away.
– Now look, the glass is broken. Even if you want to, you can’t put those pieces of glass together again. Even if you can put it, it will not be like before.
In the same way, once the mind and faith are broken, it can no longer be put together, even if it can be put together in any way, it is not the same as before.
Husband: The glass is not broken, because it was made of steel!
Wife: Alas, my fortune …! You will not repay! I understand that I have to go through this crazy life!
I’m getting ready, you come quickly and take me.
This is true love but it is a great lack. )
 
 

Related Articles

Back to top button