ভালোবাসা

রুদ্রনীল ঘোষের লেখা কিছু লাইন | Some lines written by Rudranil Ghosh

 রুদ্রনীল ঘোষের লেখা কিছু লাইন

লোকটার অভিনয় বলুন, লেখালেখি বলুন বা আবৃত্তি করাই বলুন কেন কোনোটা থেকে কোনোটা যেন কম নয়।  বলতে পারেন একদম All rounder, না জানি আরও কি কি উনি পারেন। সত্যি বলতে তার অভিনয় আমার ভালো লাগলেও, আমায় সব থেকে বেশি মুগ্ধ করেছে তার লেখা কবিতা আর তার বলা আবৃত্তি। আর সেই  কবিতাগুলোর মধ্য থেকে “ব্যালেন্স” কবিতার ভালো লাগা কয়েকটা লাইন আপনাদের কাছে শেয়ার করলাম।

“হ্যাঁ আমি জানি তুমিই ঠিক

আমি জানি তোমার গুলিয়ে যায় না ডান বা বাম দিক  

আমি জানি তুমি দারুণ ব্যালেন্স করে চলো

আমি জানি ঘুমের মধ্যেও তুমি আজও মেপে কথা বলো

তুমি জানো কখন কাকে এড়িয়ে যেতে হবে 

তুমি জানো কোন ঝগড়ায় চুপ থাকতে হবে।

তুমি নেড়া মাথায় হেলমেট পড়ো পাকলে গাছে বেল

তুমি জানো কোথায় কাকে লুকিয়ে দিবে তেল 

আর আমি  ধরা পড়লে বলো তুই বোকা রাসকেল….!!!”

সম্পূর্ণ কবিতাটা লেখা না পেলেও তার বলা আবৃত্তি পেয়ে যাবেন তার নামে “Rudranil Ghosh” পেইজে।

ভালো লাগলে পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকা অনুরোধ রইলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button