ভালোবাসা
মন যদি হয় ভালো,নামবে না কখনও আধার কালো । STORY

মন যদি হয় ভালো,নামবে না কখনও আধার কালো
ভালোবাসার আরেক নাম তারা দু’জন
— ফুলি, আজ তো তোমারে বড়ই সৌন্দর্য লাগতেছে!
— এক কথা রোজ কন।
— সইত্য কথা দিনের মধ্যে চৌদ্দবার বলা যায়। সইত্য কথার এই হইলো নিয়ম। কাঁসার থালা নয়া তেঁতুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয়, তোমারও তেমন সৌন্দর্য। তয় গরীবের সৌন্দর্যের আবার দাম কী? গরীবের সৌন্দর্যের দাম দশ পয়সা। দেখি আমার পকেটে হাত দেও।
— পকেটে কী আছে?
— হাত দিয়া দেখো কী আছে। অধিক কথা বলার স্বার্থকতা নাই। মতি মিয়া অধিক কথা পছন্দ করেনা! ????????
ফুলি নামের চরিত্রটি এতোটাই জনপ্রিয় হয়েছিলো যে, অনেক দর্শক তার আসল নামটাই হয়তো জানেননা। জনপ্রিয় এই অভিনেত্রীর নাম নাসরিন নাহার। এবং মজার ব্যাপার হলো বাস্তবেও মতি মিয়া আর ফুলি একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলো! ১৯৯৩ সালে বিয়ে করেন তারা এবং এখন পর্যন্ত সুখেদুখে দুজন দুজনের পাশেই আছেন! ☺
হাদিস অনুযায়ী বিয়ে –
– হাদিসে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত রয়েছে…
যা হলো ১০ দিরহাম বা ৩০.৬১৮ রূপার সমপরিমাণ মূল্য যা বর্তমানে “৩,১৫০ টাকা”…
হাদিসে এসেছে-“১০ দিরহামের কম মোহর হতে পারে না।”(বায়হাকি)
অনেক ইসলামিক স্কলারের মতে,যদি ১০ দিরহামের কমে কোনো নারী দেনমোহর নির্ধারণে রাজি হয় তবে এ দেনমোহর ইসলামের দৃষ্টিতে বৈধ হবে না…
কারন ১০ দিরহামের কম কোনো মোহর নেই।(বায়হাকি শরীফ,৭/২৪০)।
১টাকা কাবিন করে লাখ টাকার ডেকোরেশন করে শো অফ না করাই বেটার! খেজুর খেয়ে সুন্নতি বিয়ে করলেই তো হয়!! 
