ভালোবাসি যখন বলেছি, তখন যে কোনো অবস্থানে, যেকোনো ভাবেই তোমাকে ভালোবাসি।
ভালোবাসি যখন বলেছি, তখন যে কোনো অবস্থানে, যেকোনো ভাবেই তোমাকে ভালোবাসি।
ঘামে ভেজা ক্লান্ত শরীর, নির্ঘুম রক্তচোখ, অবসাদগ্রস্ত তাকিয়ে থাকা সবকিছুকে ভালোবাসি। হয়ত তুমি খুব করে চাওয়ার পরও আমার সাথে অনেকটা সময় কথা বলতে পারো না, হতেই পারে দায়িত্ব পালন করতে গিয়ে তোমার সময় হয়ে উঠে না, আমার সাথে খুনসুটিতে মেতে উঠার। তবুও আমি যখন বলেছি ভালোবাসি তবে জেনে রাখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই দূরে থাকা, এই তীব্র চাওয়া, এই নীরব টান সবকিছু মিশিয়েই ভালোবাসি। শোন তুমি, ভালোবাসি যখন তখন তোমার চারপাশের পুরো জগতটাকেই আমি ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করতে ভালোবাসি, তোমার ছোট্ট একটা ম্যাসেজ পেতে ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তুমি ভালোবাসি না বলে ঘুমাও বললেও তোমাকে ভালোবাসি। তোমাকে… হ্যাঁ তোমাকে ভালোবাসি বলেছি যখন, তখন আমি তোমাকেই ভালোবাসি।🥀🖤
Listen Audio